মোঃ মমিনুল ইসলামঃ সেনাবাহিনীর সদর দপ্তর ৪৪ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মো. ফারুক হাওলাদার বলেছেন, সমাজে বিশৃঙ্খলাকারী ও সুযোগ সন্ধানী কারো তথ্য পেলে সে যেই হউক না কেনো তার বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবস্থা নিবে। কেননা আমরা আগামীর বাংলাদেশ একটি স্বচ্ছ, জবাবদিহি ও সম্পূর্ণ গণতান্ত্রিক কাঠামোতে আনতে কাজ করে যাচ্ছি।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে বর্তমান প্রেক্ষাপটে আইন শৃঙ্খলার উন্নয়নে চাঁদপুরের মতলব উত্তরের উপজেলা পরিষদের হল কক্ষে উপজেলা প্রশাসনের সহায়তায় চলমান সমস্যা এবং কার্যকরী ব্যবস্থা নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেনা কর্মকর্তা মো. ফারুক হাওলাদার বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় সকলকে সচেতনতারসহিত কাজ করতে হবে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা কাজ করে যাচ্ছি। কেউ যদি কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা হবে উল্লেখ করে তিনি বলেন, যারা অপকর্মে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সুযোগ সন্ধানীদের ছাড় দেওয়া হবে না। আপনারা ওসি, ইউএনও, এসপি, ডিসি কিংবা আমাদের ক্যাম্পের দায়িত্বশীলদের তথ্য দিয়ে সহায়তা করলেও আমরা ব্যবস্থা নিবো।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিনায়ক ২১ বীরের লেঃ কর্ণেল মো. মোয়াজ্জেম হোসেনসহ অন্যরা।
এর আগে সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন,মতলব উত্তরের ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন মো. ইয়াছিন, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা আ. ছাত্তার, নিরাপদ সড়ক চাই মতলব উত্তর শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সগির আহমেদ, সুজাতপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক সজিব হোসেন পাটোয়ারী, সাড়ে পাঁচানি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান, প্রভাষক রিয়াজুল ইসলাম রিয়াজ, ছাত্র নেতা নাজমুল হাসান প্রমূখ।