হাইমচর সংবাদদাতাঃ স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর তত্বাবধানে হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির সহযোগিতায় আর্থিকভাবে অসচ্ছল একজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ১০ হাজার (দশ হাজার টাকা) অনুদান প্রদান করা হয়েছে।
হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের পাড়া বগুলা গ্রামের মোঃ মান্নান হোসেন কে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটে লোক প্রশাসন বিভাগে ভর্তির জন্য ভর্তি ফি হিসেবে দশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর উপদেষ্টা জনাব মোঃ মানোয়ার হোসেন মোল্লা, সাবেক সভাপতি ও নির্বাহী পরিষদ সদস্য সরদার মোহাম্মদ সোহেল, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন নয়ন প্রমুখ।