... বিস্তারিত
বিশ্ব মানবাধিকার দিবসে মতলবে সেভ দ্যা হিউম্যানিটি’র আলোচনা সভা
ইমরান নাজির: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মতলব দক্ষিণে আলোচনা সভার আয়োজন করে ‘সেভ দ্যা হিউম্যানিটি বাংলাদেশ’ নামের মানবাধিকার সংস্থা। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সংস্থাটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান চঞ্চল।
সংস্থাটির চাঁদপুর জেলা কার্যালয়ের উপদেষ্টা নুরুল ইসলাম কাউসারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) মোঃ মফিজুল ইসলাম, মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্থাটির কো-অর্ডিনেটর মোঃ সোহেল রানা, বাবুল প্রধান, নারায়নপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক কবির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন প্রধান, সাংবাদিক গোলাম হায়দার মোল্লা, মতলব পৌরসভার ৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ২ নং ওয়ার্ডের সভাপতি মোঃ আবু হানিফ প্রমুখ।
আলোচনা সভা শেষে সেভ দ্যা হিউম্যানিটি বাংলাদেশ সংস্থাটির প্রয়াত উপদেষ্টা ও সহকর্মীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা জামে মসজিদের খতিব মাও. মুফতি মোারশেদুল আলম সিরাজী। এসময় মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, কোষাধক্ষ্য পলাশ রায়, দৈনিক বাংলাদেশের আলোর মতলব দক্ষিণ প্রতিনিধি আশরাফুল আলম শাওলিসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।