স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর শহরের বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মিলাদ এবং ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর বুধবার রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন স্কুলের সহকারী শিক্ষক চন্দনা দেবনাথ।
তিনি বলেন, খুব সুন্দরভাবেই সীমিত আয়োজনে এবছরের বার্ষিক মিলাদ ও দোয়া এবং ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তবে আশা করছি আগামীতে আরও বড় পরিসরে স্কুল কর্তৃপক্ষ আয়োজন রাখবে।

অনুষ্ঠানে বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস. এম. সি কমিটির সভাপতি শিক্ষানুরাগী ও ব্যবসায়ী এম. এ. খালেক মিয়াজী, প্রধান শিক্ষক মো: জুলফুর রহমান, এক্টিভ মাদার্স ফোরামের প্রধান সমন্বয়কারী এড. সালমা আক্তার রেশমা, সিনিয়র সহকারী শিক্ষক সালমা আক্তার, সিনিয়র সহকারী শিক্ষক মামুনুর রশীদ, সহকারী শিক্ষক সেলিনা আক্তার, নিফুজা আক্তার, আকলিমা আক্তার, রাবেয়া আক্তারসহ এস. এম. সি কমিটির নেতৃবৃন্দ এবং পিটিএ সদস্যবৃন্দসহ শিক্ষার্থী ও সুধীমহল উপস্থিত ছিলেন।