স্টাফ রিপোর্টারঃ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ মাহবুবুর রহমানের উদ্যোগে মতলব উত্তর উপজেলার ৯৪ নং উত্তর নাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। তিনি বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মতলব উত্তর উপজেলার যেসব বিদ্যালয়ে শহীদ মিনার ছিল না সেসব বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে স্থানীয় উদ্যোগে শহীদ মিনার নির্মাণের জন্য চিঠি দিয়েছিলেন মতলব উত্তর উপজেলার সদ্য বিদায়ী ইউএনও গাজী শরীফুল হাসান। সেই চিঠির পরিপ্রেক্ষিত ৯৪ নং উত্তর নাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ মাহবুবুর রহমান।
হাজী মোঃ মাহবুবুর রহমান বলেন, আমাদের বিদ্যালয়ে ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত শহীদ মিনার ছিল না। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে শহীদ মিনার নির্মাণের জন্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরীফুল হাসানের চিঠির পরিপ্রেক্ষিত আমি শহীদ মিনার নির্মাণের উদ্যেগ নেই এবং গভর্নিং বডির সকলের সার্বিক সহযোগিতায় আমি নিজ অর্থায়নে শহীদ মিনারের নির্মাণ কাজ সম্পন্ন করেছি। আগামী বছর থেকে শিক্ষার্থীরা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে পারবে।