... বিস্তারিত
বীর মুক্তিযোদ্ধা হাজী শাহ আলম তালুকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সজল চন্দ্র দাসঃ বিজয় দিবসের আগের দিন দুনিয়া থেকে চিরবিদায় নিলেন চাঁদপুর সদর উপজেলা বালিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা হাজী শাহ আলম তালুকদার।
১৫ ডিসেম্বর মঙ্গলবার সকাল দশটায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭০) বছর।
তিনি স্ত্রী দুই ছেলে ৫ মেয়ে, জামাতা ভাই বোন, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
এদিন বাদ আছর গুলিশা সিরাজুল ইসলাম জামে মসজিদ প্রাঙ্গনে এবং ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেই পুলিশের একটি চৌকস দল বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গুলিশা ঐতিহ্যবাহী তালুকদার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম তালুকদারের মেজো ভাই।
এসময় জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা আচ্ছন্ন কফিনে রাষ্ট্রীয়ভাবে জাতির এই বীর সন্তানদের কে পুষ্প অর্পণ অর্পন করে শ্রদ্ধা জানান সদর উপজেলা ভূমি কর্মকর্তা ইমরান হোসেন সজিব, চাঁদপুর সদর মডেল থানার ওসি তদন্ত হারুনুর রশিদ।
বিকালে পুলিশ লাইন মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।শত শত মানুষ জানাজা ও দাফনে অংশ নেন। প্রশাসনের কর্মকর্তারা,আলেম ওলামাগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ ছিলেন জানাজায়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় সিরাজ তালুকদারের প্রতিষ্ঠিত তালুকদার বাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের জামাতা মুফতি মোহাম্মদ ইসহাক।
জানাযা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মরহুম মুক্তিযোদ্ধা হাজী শাহ আলম তালুকদার এর ছোট ভাই সিরাজুল ইসলাম তালুকদার মুক্তিযোদ্ধা আমিনুল হক বিএসসি, মোঃ সানাউল্লাহ খান, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম প্রমুখ।
জাফরাবাদ কাসেমুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা খাজা আহমাদুল্লাহ মুজাহিদ কমিটি চাঁদপুর সদর জেলা কমিটির সভাপতি মাওলানা নুরুল আমিন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীন বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক উল্লাহ , সাধারণ সম্পাদক হান্নান মিজিসহ বিশিষ্টজন ও রাজনৈতিক দলের অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহ আলম তালুকদার ধার্মিক এবং অনেক ভাল একজন মানুষ ছিলেন।
মৃত্যুর আগে তিনি বাড়িতে ফজর নামাজ পড়েছেন। হঠাৎ তিনি দুনিয়া থেকে চিরবিদায় নেন। সকালে মৃত্যুর খবর শুনে বালিয়া ইউনিয়ন বাসী শোকে মুহ্যমান হয়ে পড়েন।
ছবি ক্যাপশনঃ চাঁদপুর সদর বালিয়া ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা হাজী শাহ আলম তালুকদারকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হচ্ছে।