শাহরাস্তি প্রতিনিধিঃ চাঁদপুরের হাজীগঞ্জ শাহরাস্তি আসনের সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বলেছেন, একাডেমিক পড়ালেখার পাশাপাশি জীবন গড়তে বেশি বেশি সব ধরনের বই পড়তে হবে। তবেই স্মার্ট নাগরিক হয়ে এদেশের সেবায় তোমরা নিজেদের উজার করে দিতে পারবে।
শনিবার সকালে করফুলেন্নেছা সকারি মহিলা কলেজের নবিনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ গড়া হয়েছে, তাদের রক্ত তোমাদের শরীরে বহমান। তাদের ঋণ তোমাদের শোধ দিতে হবে। শুধু সার্টিফিকেট অর্জন করলে হবে না, জ্ঞানও অর্জন করতে হবে।
প্রফেসর আহমেদ হোসেন মজুমদার কলেজ অধ্যক্ষের সভাপতিত্বে ও অধ্যাপক একেএম মাহবুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন রশিদ, পৌরসভা মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদ হোসেন, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক স্বপন কর্মকার প্রমূখ।