মনির হোসেন খানঃ চাঁদপুর পালবাজার কাঁচা মাল ব্যবসায়ী মালিক সমিতির নেতা, কাঁচা মাল ব্যবসায়ী মেসার্স মা ট্রেডার্সের স্বত্বাধিকারী সৈয়দ আহমেদ ও মরিয়ম বেগমের জ্যেষ্ঠ পুত্র মোঃ রিয়াদ আহমেদ (২৬) এর সাথে বিষ্ণুপুর ইউনিয়নের দাসাদী শেখা কবিরাজ বাড়ীর আঃ রশিদ আখনের কনিষ্ট মেয়ে রাবেয়া আক্তার চাঁদনী (১৮) এর সাথে অদ্য ১৬ই সেপ্টেম্বর রোজ শুক্রবার কনের পিত্রালয়ে শুভ বিবাহ অনু্ষ্ঠানটি সম্পন্ন হয়।
ব্যবসায়ী রিয়াদ আহমেদ ও রাবেয়া আক্তার চাঁদনি আজকের এই দিনে শুভ পরিনয়ে আবদ্ধ হন। উক্ত বিয়ের অনুষ্ঠানে উপস্হিত ছিলেন যুবলীগ নেতা আঃ গনি গাজী, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ছিডু মিজি, হিলশা নিউজের সহ সম্পাদক মনির হোসেন খান, পালবাজার কাঁচা মাল ব্যবসায়ী মালিক সমিতি নেতা মাহাবুব তপাদার সহ পাল বাজার কাঁচা মাল আড়তের বিভিন্ন মালিকগণ।

উক্ত বিবাহ অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ও শিক্ষক নেতা ইলিয়াস হোসেন, বেবি ফুডের পরিবেশক বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, মিজানুর রহমান লিটন সহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ। ইসলামী শরিয়া মোতাবেক উক্ত বিয়ের বর কনের কবুল পড়ান শেখা বাড়ী শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইয়াসিন হোসেন। পরে বরের পিতা সৈয়দ আহমেদ অভ্যাগত অতিথীর কাছে নব দম্পত্তির জন্য দোয়া কামনা করেন।