হিলশা নিউজ ডেক্সঃ ভারত সফরে যাচ্ছেন আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সংগঠনটির মোট ৫ সদস্যের একটি প্রতিনিধিদল।
৬ জুলাই রোববার ভারতীয় সরকার দল বিজেপির আমন্ত্রণে আওয়ামীলীগের এই প্রতিনিধি দল সফরে যাচ্ছেন।
আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, তিন দিনের এই সফরে প্রতিনিধিদলটি ভারতের সরকার ও বিজেপির প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।
আওয়ামীলীগের এই প্রতিনিধিদলে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ছাড়াও আরও রয়েছেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, নির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান ও সংসদ সদস্য আরমা দত্ত।