হিলশা নিউজ রিপোর্টঃ ভাষা আন্দোলনের ৭০ বছর পূর্তি এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইউনুছ শোয়েব।
২০শে ফেব্রুয়ারী শনিবার ‘হিলশা নিউজ‘-কে দেয়া এক সাক্ষাৎকারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে মোঃ ইউনুছ শোয়েব বলেন, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী আমাদের মায়ের ভাষা বাংলা ভাষাকে রক্ষা করতে গিয়ে জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। রাজপথে তাঁরা সেসময় ছিলেন বলেই হয়ত বাংলা ভাষার মতো এমন সুমধুর ভাষায় আমরা এখন কথা বলতে পারছি।
মোঃ ইউনুছ শোয়েব ‘হিলশা নিউজ‘-কে আরও বলেন, ভাষা শহীদদের উদ্দ্যেশ্যে শ্রদ্ধা রেখে বলতে চাই ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী- আমি কি ভুলিতে পারি’। সর্বপরি আমি সকল ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি এবং এখনো জীবিত যেই সব বীর ভাষা সৈনিকগণ রয়েছেন। তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।