হিলশা নিউজ রিপোর্টঃ ভাষা আন্দোলনের ৭০ বছর পূর্তি এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন পুরানবাজার শ্রী শ্রী রাধা মুরারী মোহন জিউর মন্দির কমিটির সভাপতি, শ্রী শ্রী লোকনাথ মন্দির ও আশ্রম কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, চাঁদপুর চাউল ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর পৌর শাখার সভাপতি রোটারিয়ান রিপন সাহা।
২০শে ফেব্রুয়ারী শনিবার ‘হিলশা নিউজ‘-কে দেয়া এক সাক্ষাৎকারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে রোটারিয়ান রিপন সাহা বলেন, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী আমাদের মায়ের ভাষা বাংলা ভাষাকে রক্ষা করতে গিয়ে জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। রাজপথে তাঁরা সেসময় ছিলেন বলেই হয়ত বাংলা ভাষার মতো এমন সুমধুর ভাষায় আমরা এখন কথা বলতে পারছি।
রোটারিয়ান রিপন সাহা ‘হিলশা নিউজ‘-কে আরও বলেন, ভাষা শহীদদের উদ্দ্যেশ্যে শ্রদ্ধা রেখে বলতে চাই ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী- আমি কি ভুলিতে পারি’। সর্বপরি আমি সকল ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করছি এবং এখনো জীবিত যেই সব বীর ভাষা সৈনিকগণ রয়েছেন তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।