হিলশা নিউজ রিপোর্টঃ ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডের প্রচারণায় ইলিশের বাড়ী চাঁদপুর ঘুরে গেলেন কর্পোরেট ব্যক্তিত্ব এবং সিনিয়র সাংবাদিক উদয় হাকিম।
১৪ এপ্রিল শুক্রবার ভিসতার শোরুম উদ্বোধনকে কেন্দ্র করে তিনি চাঁদপুরে ঘুরতে এসেছিলেন। এদিন দুপুরে তিনি চাঁদপুর শহরের ইলিশ চত্ত্বর, জয় বাংলা চত্ত্বর, বড়ষ্টেশন মোলহেড, গাছতলা ব্রীজ, বাগাদী চৌরাস্তাসহ একাধিক স্থান ঘুরে এর সৌন্দর্য ও মুক্ত প্রকৃতির হাওয়া অবলোকন করেন।
![](https://hilshanews.com/wp-content/uploads/2023/04/20230414_162415-1024x768.jpg)
পরে বিকালে ভিসতার শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আমরা মানুষকে ভালো পণ্য দিতে ভিসতার যাত্রা শুরু করিয়েছি। ইতিমধ্যে অল্প টাকায় মানসম্পন্ন পণ্য দিতে পেরে ভিসতার গ্রহণযোগ্য বাজারে বেড়েছে। আর তাই দায়িত্বশীলতার স্থান থেকে ভিসতার পণ্যের এ জনপ্রিয়তা এগিয়ে নিতে আমরা কাজ করছি। আশা করবো চাঁদপুরের সবাই ভিসতার পণ্য গ্রহণ করবে এবং এর মান যাচাই করবে।
উল্লেখ্য, ইলিশের বাড়ী চাঁদপুরে উদয় হাকিম এর এটিই প্রথম ভ্রমণ। তবে তিনি তাঁর এই সংক্ষিপ্ত সফরে চাঁদপুরের মানুষের আন্তরিকতার প্রশংসা করেন।