মোঃ হোসেন গাজীঃ চাঁদপুর সদরের কল্যাণপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মিশু দেবনাথ বলেছেন, ভূমি সেবা গ্রহণে সেবাপ্রার্থীদের দালাল ছেড়ে নিজেকে ভূমি কার্যালয়ে আসার অনুরোধ জানাচ্ছি। কেননা আমরা কখনো দালালদের আশ্রয় পশ্রয় দেইনা। তাই যেকোন প্রতারক দালাল টাউট বাটপাট নির্ভর না হয়ে নিজে নিজের কাজ বুজে নিতে কার্যালয়ে সরাসরি এসে সেবা গ্রহণ করুন।
২২ আগস্ট মঙ্গলবার সকালে ‘হিলশা নিউজ’-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
মিশু দেবনাথ বলেন, দালাল বা মধ্যস্থতাকারীর মাধ্যমে সেবা পাওয়ার চেষ্টা করা এখানে বৃথা হবে। আগে জানা প্রয়োজন ভূমি উন্নয়ন কর নিবন্ধন করে নিজের খাজনা নিজেই দেয়া যায়। নামজারির ক্ষেত্রেও অনলাইনে আবেদন করলে নিজের মোবাইল নাম্বারে যাবতীয় বার্তা চলে যাচ্ছে। অতএব দালালমুক্ত ভূমিসেবা পেতে সকলের কাছে সচেতন ও সতর্ক হওয়ার অনুরোধ জানাচ্ছি।
মিশু দেবনাথ আরও বলেন,আমি চাইবো এই ইউনিয়নের বাসিন্দারা ভূমি উন্নয়ন কর নিয়মিত পরিশোধ করুক। এতে করে বছর বছর ভূমি উন্ময়ন করা সম্ভব হবে।
উল্লেখ্য, ২৬ জুন মিশু দেবনাথ কল্যাণপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা হিসেবে যোগ দেন। তিনি এর আগে সদরের মৈশাদী ইউনিয়ন ভূমি কর্মকর্তা হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।