স্বপন কর্মকার মিঠুনঃ চাঁদপুরের শাহরাস্তিতে অতিবৃষ্টির কারনে জলাবদ্ধতায় অনেক মৎস্য চাষীর মাছের ঘের এবং পুকুর হতে মাছ ভেসে গিয়েছে। আর সেটিকে ‘ঈদের উপরে শুক্রবার’ এমন চিন্তা করে উৎসাহ উদ্দিপনা নিয়ে একটি মহল অবৈধ পন্থায় সে মাছ ধরে নিয়ে যাচ্ছে।
২৫ আগষ্ট রোববার সকালে শাহরাস্তির সূচীপাড়া উত্তর ইউনিয়নে অবৈধ পন্থায় ডাকাতিয়া নদী সংলগ্ন খালে ভেসাল জাল দিয়ে অবৈধ পন্থায় ভেসে আসা মাছ শিকার করতে দেখা যায়।
স্থানীয় দিদার, আজাদসহ সচেতনরা বলেন, জলাবদ্ধতায় ভেসে যাওয়া পোনা ও মাছের লুটতরাজ বন্ধে এখনি আইনসন্মত কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়া দরকার। অন্যথায় ছোট ছোট এই মাছগুলো সব ধ্বংস করে দিচ্ছে লুটেরারা।
এ বিষয়ে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ইউএনও ইয়াসির আরাফাত বলেন, বিভিন্ন স্থানে বন্যায় মৎস্য খামার হতে ভেসে যাওয়া পোনা মাছ ভেসাল জাল দিয়ে নির্বিচারে শিকারের খবর পাচ্ছি। যা মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কর্মকান্ড হতে বিরত থাকতে সকলকে অনুরোধ করা হলো। এর ব্যত্যয় হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।