মহসীন আলমঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
২১ ফেব্রুয়ারি সোমবার সকালে শহীদদের স্মরনে পুষ্পস্তোবক অর্পণ, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ তাজুল ইসলাম হাওলাদার।
তিনি তার বক্তব্যে নতুন প্রজম্মের কাছে মাতৃভাষা হিসেবে বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বিকৃতিদানের জন্য ১৯৫২সালে আন্দোলনে কথা তুলে ধরেন। এছাড়া তাদেরকে দাবী আদায়ে সংগ্রামী হওয়ার আহবান জানান। এসময় ভাষা শহীদদের স্মরনে বিশেষ দোয়ার ব্যবস্থা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ শাহাদাত হোসেন মিজি, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার সূধীজন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।