মতলব দক্ষিণ সংবাদদাতাঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উত্তর নোয়াগাঁও গ্রামের মিজান ঢালী, সোহেল ঢালী ও মনির ঢালীর তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
১৫ এপ্রিল দুপুরে মিজান ঢালীর ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করেন মতলব দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসনীম আক্তার।
এ সময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত প্রত্যেককে তাক্ষণিক ৩ হাজার টাকা করে ৯ হাজার টাকা প্রদান করেন।