স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের মতলব দক্ষিণের নাগদা এলাকা হতে উদ্ধারকৃত মোঃ দেলোয়ার হোসেন মিলন হত্যাকান্ডের জড়িত প্রধান আসামী নুর নবীকে কুমিল্লার দেবিদ্বার হতে গ্রেফতার করেছে পিবিআই। তাকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠায়।
শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ।
তিনি বলেন, আটককৃত নুর নবীর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন থানায় এর আগেও ১৪টি মামলা রয়েছে। সে পতেঙ্গা থানায় একটি খুনের মামলা হতে রেহাই পেতে মিলনসহ তার অন্যসহযোগীদের কাছে ৫০ হাজার টাকা করে দাবী করে। কিন্তু অন্যরা সে টাকা দিলেও মিলন সেই টাকা দিতে রাজি না হওয়ায় তাকে তার সহযোগীরাসহ গত ২৮ ফেব্রুয়ারী মেরে ফেলে রেখে যায়। এ ঘটনায় জড়িত অন্যান্যদেরও আটকের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।