চয়ন চন্দ্র ঘোষঃ চাঁদপুরের মতলব দক্ষিণে থানার ওসি বাজার তদারকিতে আসছে শুনে এক লাফে গরুর মাংসের দাম ৭৫০ টাকা করে রাখতে শুরু করেছে।
৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে মতলব বাজারে মাংসের দোকানগুলো তদারকিকালে এই দাম কমানো হয়। এর আগে গরুর মাংসের দাম কেজি প্রতি ৮৫০ টাকা করে নিচ্ছিলো মাংসের দোকানিরা।
গরুর মাংসের দোকানী আলামিন, জামাল, মামুনসহ অন্যরা বলেন, ঈদকে কেন্দ্র করে আমরা গরুর মাংসের দাম বাড়িয়েছিলাম। তবে ওসি মহোদয় সতর্ক করায় আমরা তার পরামর্শে দাম এখন ৭৫০ টাকা করে রাখছি। এতে আমাদের একটু কষ্ট হলেও এখন এই দামেই মাংস বিক্রি করবো।
বাজারের ক্রেতা রফিক, বাবুসহ অন্যরা বলেন, বাজারের ৫/৬ জন অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে গরুর মাংসের দাম ৮শ ৫০ থেকে ৯শ’ টাকা, খাসির মাংসের দাম ১২শ’ টাকা ও মুরগীর মাংসের দাম বাড়িয়ে বিক্রি করছিলো। পরে বিষয়টি আমরা দ্রুত থানা পুলিশকে অবগত করি।
এ বিষয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা বলেন, ঈদকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ীরা যাতে গরুর মাংসসহ অন্যান্য মাংসের দাম না বাড়ায়। তাই সঙ্গীয় পুলিশ ফোর্সসহ বাজার তদারকি করেছি। তদারকিতে গরুর মাংস ক্রয়ের রশিদসহ যাবতীয় বিষয় নজরদারিতে আনা হয়।একই সাথে গরুর মাংসের দাম ৭৫০ টাকার বেশি কেউ বিক্রি করলে এবং অন্যান্য মাংসের দাম বাড়ালে মাংস ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছি। আমাদের এ ধরণের সতর্কতামূলক বাজার তদারকি অব্যাহত থাকবে।