মতলব দক্ষিণ সংবাদদাতাঃ বড় ধরনের র্দুঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল চাঁদপুরের মতলব বাজার। ৭ মে শনিবার ভোরে এ ঘটনা ঘটে। ফজরের নামাজ আদায় করে মুসল্লিরা যাওয়ার সময় ঐ দোকানে ধোঁয়া দেখতে পেয়ে মসজিদের মইক দিয়ে মাইকিং করলে ব্যবসায়ীরা এসে তালা ভেঙ্গে আগুন নিয়ন্ত্রণ আনেন।
চাঁদপুরের মতলব বাজারের শাহী জামে মসজিদ সংলগ্ন ইষ্টান প্লাজায় নিশা ফ্যাশন প্রো রবিউল হাসান ( হিরন) এর কাপড়ের দোকান অগ্নীকান্ডে ভস্মীভূত হয় দোকানের মালামাল। এতো প্রায় ১০ লক্ষ্য টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক হিরন।
দোকান মালিক আরও জানান, আমি গত ৬ মে শুক্রবার দোকান বন্ধ করে বাড়ি চলে যাই, আজ ভোর আনুমানিক ছয়টার দিকে খবর পেলাম আমার দোকানে আগুন লেগেছে। ব্যবসায়ীরা আগুন নিভানোর চেষ্টা করছে এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এনেছে। তিনি বলেন আমার দোকান পুড়ে প্রায় ১০ লক্ষ্য টাকা ক্ষতি হয়েছে, আমার সর্বস্ব শেষ।
মতলব দক্ষিণ ফায়ার ব্রিগেড সার্বিসের ইনচার্জ আসাদুজ্জামান জানান খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে এসে দেখি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এলাকাবাসীরা। আগুনের সূত্র পাত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বিদ্যাুতের সর্ট সার্কিটের কারনে আগুন লেগেছে আমাদের ধারনা।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া ও বনিক ও জনকল্যান সমিতির নেতৃবৃন্দরা।