চয়ন ঘোষঃ
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের আধারা গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযান চালিয়ে পাটোয়ারী বাড়ী থেকে ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায় যে, আটককৃত মাদক ব্যবসায়ীর পিতার নাম ডাঃ আঃ সাত্তার। গত ২৬ অক্টোবর আধারা গ্রাম থেকে মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম (৩৭) নামে একজনকে ২হাজার পিচ ইয়াবা, ২শত গ্রাম গাজা, ১টি গাজা গাছ এবং নগদ ৪২হাজার ৫শত ৫০টাকাসহ আটক করা হয়েছে। অতঃপর
২৭ অক্টোবর মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ একেএম দিদারুল আলম।
এ ব্যাপারে চাঁদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ একেএম দিদারুল আলম বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করেছেন।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে ইয়াবাসহ আটক করা হয়েছে এবং মামলা হয়েছে। তাই মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
