সুমন আহমেদ : চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। আটক মাদক ব্যবসায়ীরা হলেন- ছেংগারচর পৌরসভার তালতলী গ্রামের বদিউর রহমানের ছেলে মেহেদী (১৮) ও শফিকুল ইসলামের ছেলে আরমান হোসেন রিদয় (১৮)।
শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার তালতলী ইয়াছিন খানের বাড়ির সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
মতলব উত্তর থানার এসআই মোঃ আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেন।
মতলব উত্তর থানা সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ড এর তালতলী এলাকায় অভিযান চালায় মতলব উত্তর থানার এসআই মোঃ আবু হানিফসহ সঙ্গীয়ফোর্স। এসময় তালতলী ইয়াছিন খানের বাড়ির সামনে থেকে আটক মেহেদী (১৮) ও আরমান হোসেন রিদয়কে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটক দুই মাদক ব্যবসায়ী বর্তমানে মতলব উত্তর থানা হাজতে রয়েছে।
তাদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলে জানান এসআই মোঃ আবু হানিফ। তাদেরকে রোববার (৪ আগস্ট) সকালে চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।