মমিনুল ইসলামঃ পবিত্র মাহে রমজানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গুড বন্ডিং অর্গানাইজেশন ইফতার সামগ্রী বিতরণ করেছে।
রবিবার (১৯ মার্চ) সকাল থেকে শুরু করে সমাজের পিছিয়ে পরা ২০০ পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করে সংগঠনের নেতৃবৃন্দ।
জানা যায়, ইফতার সামগ্রীতে ছিলো চিনি, ছোলা, ডাল, তেল, খেজুর, আলু, ভেষন, মুড়ি। গুড বন্ডিং অর্গানাইজেশন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রতি বছরই এভাবে ইফতার সামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণ করে আসছে। এছাড়াও তারা গরীবদের আর্থিক সহযোগিতা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, ওয়াজ মাহফিলে দানসহ ইত্যাদি সামাজিক কর্মকান্ড করে যাচ্ছে।