চয়ন চন্দ্র ঘোষঃ চাঁদপুরের মতলব দক্ষিণে ঐতিহ্যবাহী নিউ হোস্টেল ময়দানে প্রয়াত দিপু চৌধুরীর অঙ্কিত মুর্যালে স্মৃতিচারণ ও মোনাজাতের মাধ্যমে মরহুম সাজেদুল হোসেন চৌধুরী দিপু স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ (সিজন-১) এর শুভ উদ্বোধন করেন, উদ্বোধক ও প্রধান অতিথি ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি।
এসময় তিনি বলেন, প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপু আমার বাবা। এই চাঁদপুরে তিনি হাজার হাজার নেতা তৈরির কাড়িগর ছিলেন। পাশাপাশি তিনি ছিলেন ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব। তিনি যুব সমাজ কে খেলাধুলায় অগ্রগামী হতে সামনে থেকে নেতৃত্ব দিতেন। এই টুর্ণামেন্টর মধ্য দিয়ে যারা ভালো খেলবে, তারা জাতীয় পর্যায়ের জন্য নিজেকে তৈরি করবে এবং প্রতি বছর এই মতলবে বাবার স্মরণে এমন টুর্ণামেন্টের আয়োজন থাকবে, এটাই আমার প্রত্যাশা।
৫ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১টায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায়, মাঠ প্রাঙ্গণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান শওকত আলী বাদল, মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা আক্তার আখিঁ, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক হুসাইন মোহাম্মদ কচি ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মতলব দক্ষিন থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সালেহ আহম্মেদ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, সাংবাদিক সমির ভট্টাচার্য, চয়ন চন্দ্র ঘোষ, বহরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম, বনিক সমিতির ক্রীড়া সম্পাদক আলমাস প্রধানসহ দলীয় নেতা কর্মী ও কয়েক হাজার ক্রীড়াপ্রেমী দর্শক।
আয়োজক কমিটির সদস্য মাহবুব আলম রাসেল বলেন, আমাদের টুর্ণামেন্টে মোট ৩২ টি দলের অংশগ্রহন করেছে। আজ উদ্ভোধনী খেলায় অংশ গ্রহন করে বিপুল শক্তিশালী দিপু চৌধুরী ইয়ং ক্লাব বনাম ভাই ব্রাদার্স স্পোটিং ক্লাব।
পরিশেষে ৭ রানে জয়লাভ করে দিপু চৌধুরী ইয়ং ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে দিপু চৌধুরী ইয়ং ক্লাব ১৪ ওভার ১ বলে ১০ উইকেটে মোট সংগ্রহ করে ১২৭ রান।এর বিপরীতে ভাই ব্রাদার স্পোর্টিং ক্লাব ১৬ ওভারে ৭ উইকেটে সংগ্রহ করে ১২১ রান।
খেলার অন্যান্য আয়োজক সদস্যদের মধ্যে রয়েছেন, তৌসিফ মোল্লা, সাকিব চৌধুরী, রাথীন সারোয়ার, তুরাগ, সোহান, অনিক খান, রাজিব আহসান, রাফিম, রনি চৌধুরী। আজ খেলা চলাকালে আম্পায়ার হিসেবে মূল্যবান দায়িত্ব পালন করেন, মোরশেদ ও ইসমাইল, তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মোঃ মিঠুন, ধারাবিবরণী দেন ফয়সাল আহমেদ ও মুর্তজা ইকবাল।
উল্লেখ্য যে, টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর ছবি অঙ্কিত মুর্যালে ও গ্যালারী ভবনের সাজসজ্জায় অংশগ্রহণ করে মতলবের সু-পরিচিত ইভেন্ট প্রতিষ্ঠান চরকি ইভেন্ট প্লেনার।