... বিস্তারিত
মতলবে দক্ষিণে লকডাউন অমান্য করায় ২ ধাপে ১৬ হাজার ৩’শ টাকা জরিমানা
৫ এপ্রিল প্রথম ধাপে করোনা প্রতিরোধে সচেতনতামূলক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহমিদা হক।
জানা যায় যে, অভিযানে মতলব বাজার, নারায়নপুর বাজার ও নায়েরগাঁও বাজারের লকডাউন অমান্য করায় অভিযান চালিয়ে ১০টি মামলা ও ১১ হাজার ১শত টাকা অর্থদন্ড প্রদান করেন।
এছাড়াও মতলব পৌরসভাস্থ বরদিয়া বাজার, মুন্সীরহাট ও মাষ্টার বাজার এলাকায় লকডাউন অমান্য করায় অভিযান চালিয়ে ৭টি মামলা ও ৫ হাজার ২শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
দ্বিতীয় ধাপে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুশরাত শারমীন।
এসময় সঙ্গে ছিলেন স্যানেটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।