... বিস্তারিত
মতলবে দুই ইটভাটাকে দেড় লক্ষ টাকা জরিমানা
মমিনুল ইসলামঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে অবস্থিত ২টি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী কৃষি জমি নষ্ট করে ইট উৎপাদন ও মাটি কাটার দায়ে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, নষ্টকৃত কৃষি জমি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করানো হয়।
রবিবার উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ ও সহকারি কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা কৃষি জমি রক্ষায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ বলেন, পরিবেশ ও কৃষি জমি সুরক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে মতলব উত্তর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সর্বোত্ত্বভাবে সহযোগিতা করেন।