চয়ন ঘোষঃ চাঁদপুর জেলার মতলব দক্ষিণে উপজেলাস্থ সকল ওয়ার্ড ও ইউনিয়নে এবছর জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হবে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজার শুভক্ষণ। এ উপলক্ষে বিভিন্ন কারুকাজে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় অতিক্রম করছেন স্থানীয় কারিগর সমাজ।
এবছর সরস্বতী পুজোর শুভক্ষণঃ
২৫ জানুয়ারি দুপুর ১২টা ৩৪ মিনিটে পঞ্চমী তিথির সূচনা হবে। ২৬ জানুয়ারি সকাল ১০টা ২৮ মিনিটে পঞ্চমী তিথির সমাপ্তি। উদয়া তিথি মেনে ২৬ জানুয়ারি বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজো করা হবে।
আসছে মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালিত হবে এই তিথিতেই বিদ্যার দেবী সরস্বতী’র আরাধনা করার রেওয়াজ রয়েছে। শাস্ত্রমতে এই তিথিতেই সরস্বতী ব্রহ্মান্ডে প্রকট হয়েছিলেন। সরস্বতী দেবীর পুজো করলে জ্ঞান ও বিদ্যা উভয়ই লাভ করা য়ায়।
বসন্ত পঞ্চমীর মাহাত্ম্য নিন্মরূপঃ
বসন্ত পঞ্চমীকে শ্রী পঞ্চমী, মধুমাস ও জ্ঞান পঞ্চমী বলা হয়ে থাকে। কথিত আছে, এ দিন বসন্ত ঋতুর সূচনা হয়। এদিন বিদ্যা ও জ্ঞানের দেবীর পুজো করলে ব্যক্তি প্রখর বুদ্ধির অধিকারী হতে পারেন। আবার এই তিথিতে অবুঝ মুহূর্ত থাকে। তাই যে কোনও মাঙ্গলিক অনুষ্ঠান করা যায়।
বসন্ত পঞ্চমীতে কামদেব ও রতীর পুজো
শাস্ত্র মতে বসন্ত পঞ্চমীর দিনে সরস্বতীর পুজোর পাশাপাশি কামদেব ও রতির পুজো করা উচিত। কামদেব ও রতির পুজো করলে দাম্পত্য় জীবনে আগত সমস্ত বাধা দূর হয়।
সরস্বতী দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি মন্ত্রঃ
নমো সরস্বতী মহাভাগে
বিদ্যে কমললোচনে,
বিশ্বরূপে বিশালাক্ষ্মী
বিদ্যাংদেহী নমোহস্তুতে।
জয়জয় দেবী চরাচর সারে
কুচযুগশোভিত মুক্তাহারে,
বীনারঞ্জিত পুস্তক হস্তে
ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
ওঁ জয়জয় দেবী চরাচর সারে
কুচযুগশোভিত মুক্তাহারে,
বীনারঞ্জিত পুস্তক হস্তে
ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
নমঃ ভদ্রকাল্যৈ নমো নিত্যং
সরস্বত্যৈ নমো নমঃ।
বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্হানেভ্য এব চ।
এষ স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।
সরস্বতী পুজোর নিয়মঃ
১. এদিন সকালে স্নান করে সাদা বা হলুদ পোশাক পরিধান করুন। তারপর সরস্বতীর মূর্তি বা ছবি স্থাপন করুন। সরস্বতীকে গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে হলুদ পোশাক অর্পণ করুন।
২. এর পর হলুদ ফুল, অক্ষত, সাদা চন্দন, হলুদ রঙের রোলী, হলুদ আবির, গন্ধ ইত্যাদি অর্পণ করুন। গাঁদা ফুলের মালা নিবেদন করুন। ধূপকাঠি ও প্রদীপ দেখান।
৩. দেবীকে হলুদ রঙের মিষ্টির ভোগ নিবেদন করুন। এর পর সরস্বতী বন্দনা ও মন্ত্র জপ করে সরস্বতীর পুজো করুন। পুজোয় সরস্বতী কবচ জপ করতে পারেন।
৪. শেষে ওম শ্রী সরস্বত্যৈ নমঃ স্বাহা মন্ত্র জপ করে যজ্ঞ করতে হবে। এই মন্ত্র জপ করে যজ্ঞে ১০৮ বার আহুতি দিতে হয়। শেষে সরস্বতী’র দেবীর উদ্দেশ্যে আরতী করা হয়।
মতলবের স্থানীয় মৃতশিল্পী প্রতিমার হেড কারিগর নীলকৃষ্ণ পাল বলেন, পূজো মানেই আনন্দ, হয়ত একজন কারিগর হিসেবে ভক্তদের নিকট সেই আনন্দকে প্রতিমার মাধ্যমে একধাপ এগিয়ে দেই আমরা। আমি প্রতিবছর’ই সরস্বতী মায়ের প্রতি শ্রদ্ধা ও ভক্তি নিয়ে প্রতিমা তৈরির কাজ শুরু করে থাকি। প্রতি বছরের মত এবছরও আমার প্রতিমা তৈরি’র কাজ চলছে। এবছর মোট ৫৫টি প্রতিমা তৈরি করা হয়েছে। এর মধ্যে ৮-১০ টি নান্দনিক কারুকাজে বড় প্রতিমা, বাকিগুলোর মধ্যে মাঝারি ও ছোট প্রতিমা রয়েছে। ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করি। আমার কাছে সর্বোচ্চ মূল্যমানের প্রতিমা ১০-১২ হাজার টাকা, সর্বনিন্ম ২-৩ হাজার টাকা। আজ থেকে আমার কারিগর টিমের সহযোগিতায় প্রতিমায় রঙের কাজ চলবে। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, পূজার অগ্রিম শুভেচ্ছা রইল।