চয়ন ঘোষঃ চাঁদপুরের মতলব দক্ষিণের নলুয়ার বোয়ালিয়া গ্রামে মা ও মেয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি চাউর হয়।
স্থানীয় আদিল প্রধানীয়া বলেন, পারিবারিক কলোহে প্রথমে মা তার মেয়েকে বিষপান করিয়েছে। এরপর সে নিজেও বিষপান করে। মূলত তার স্বামীর সাথে অভিমান করে এ ঘটনা ঘটিয়েছে।
হাসপাতাল ও এলাকা সূত্রে জানা যায়, প্রধানীয়া বাড়ীর সাব্বিরের সাথে সুমি নামের এক নারীর বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে ফারিহা নামে ২ বছরের একটি কন্যা শিশু রয়েছে। মোবাইলে স্বামীর সাথে কথাকাটি হওয়ার জেরে এ ঘটনা ঘটিয়েছে সুমি। পরে তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসক ঢাকায় তাদের রেফার করেছেন।
এ বিষয়ে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক বিপ্লব দাস বলেন, আমরা বিষপানের ওই কেইসে শুধুমাত্র গৃহবধুকে ঢাকায় রেফার করেছি। তবে শিশুটিকে এখন পর্যন্ত হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে। কিন্তু কেউই এখনো আশঙ্কামুক্ত নয়।