সমির ভট্টাচার্য্যঃ।সংসারের কাজে ব্যস্ত মা । এই ফাঁকে সকলের অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পানিতে ডুবে যায় এক শিশু। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে শিশুটির নিস্তেজ দেহ দেখতে পান পরিবারের লোকজন । সেখান থেকে উদ্ধার করে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৩০ এপ্রিল রোবিবার দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাপাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির নাম মাইশা আক্তার (৪) । চাপাতিয়া গ্রামের মনির হোসেনের কন্যা সে।
স্থানীয় সূত্র জানায়, রোবাবার দুপুর সাড়ে ১২টায় ওই কন্যাশিশুর মা বসতঘরে সংসারের কাজ করছিলেন। পরিবারের অন্যান্য সদস্যও যার যার মতো করে ব্যস্ত ছিলেন। এ সময় ওই শিশু বসতঘরের সামনের উঠানে একাকী খেলা করছিল। খেলতে খেলতে সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকেরা শিশুটির ভাসমান নিস্তেজ দেহ দেখতে পান ওই পুকুরে। সেখান থেকে উদ্ধার করে তাঁরা তাকে প্রথমে উপজেলার নারায়ণপুর আধুনিক হাসপাতালে নিয়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা মনির হোসেন বলেন, তিনি ও তাঁর পরিবারের সদস্যদের অসচেতনতার কারণে তাঁর মেয়ে পানিতে ডুবে মারা যায়। তার প্রতি মনোযোগের অভাবেই এ ঘটনা ঘটে। মেয়েকে হারিয়ে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা শোকে আচ্ছন্ন। মেয়ে হারানোর এ কষ্ট কোনোদিন ভুলতে পারবেন না।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার পানিতে ডুবে ওই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির লাশ পারিবারিক কবরস্থানে দাফনের প্রক্রিয়া চলছে।