সুমন আহমেদ : চাঁদপুরের মতলব উত্তরে প্রবাসী স্বপ্নসেবা সংগঠনের উদ্যোগে ব্যক্তিকে সাবলম্বী করন প্রকল্প-১ আওতায় মতলব উত্তরের ঐতিহ্যবাহী ওটারচর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০৩ সমন্বয়ে ছেংগারচর পৌরসভার ওটারচর গ্রামের গরীব, অসহায় অন্ধ একটি পরিবারের জন্য একটি দুগ্ধ জাত গাভী উপহার স্বরুপ প্রদান করা হয়। গাভী ও বাছুর সহ বর্তমান বাজার মুল্য ৮০ হাজার টাকা।
প্রবাসী স্বপ্নসেবা সংগঠনের সভাপতি মোঃ শাহাবুদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, সমাজ কল্যান সম্পাদক রেজাউল করিমের প্রচেষ্টায় সদস্যদের চাঁদার মাধ্যমে ওই গাভীটি ক্রয় করা হয়।
শুক্রবার বিকালে দুগ্ধ গাভী হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর সভার সহায়ক সদস্য (দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর) দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার, সিনিয়র শিক্ষক, ঢালী কামরুজ্জামান হারুন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়াজী, সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম নবী খোকন, সহ-সভাপতি আতিকুর রহমান দুলাল, সিনিয়র সাংবাদিক শেখ ওমর ফারুক,ওটার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুজ্জামান আশিক,ওটারচর গ্রামের আমিনুল হক মাষ্টার, মহিলা আওয়ামী লীগ নেত্রী পলি শিকদার, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নূরে আলম প্রধান, নুরুজ্জামান প্রবাসী স্বপ্নসেবা সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ মিনহাজ প্রধান,অর্থ সম্পাদক কচি শিকদার প্রমুখ।