সুমন আহমেদ : চাঁদপুরের মতলব উত্তরের ফ্রেন্ডস অব চরকালীয়া হাই স্কুল ইউনাইটেড সোসাইটি (ফোকাস’৯৩) ‘আমরা বন্ধুত্বের বন্ধনে অনুপ্রাণিত ” এই শ্লোগান নিয়ে পথ চলার গৌরবময় ১৫ বছর উদযাপন করা হয়েছে।
১ জুলাই শনিবার উপজেলার এখলাছপুর উচ্চ বিদ্যালয়ে কেক কাটা, আলোচনা সভা, রেফল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ১৫ বছরপূর্তী উদযাপন করা হয়েছে।
কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা শুরু হয়। পর ৯৩ এর বন্ধু মরহুম তাজুল ইসলাম, সালেহ আহমেদ ও নাছির এই তিন বন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে।
ফোরামের সাধারন সম্পাদক আব্দুল হালিম, চৌমোহনী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সেলিম রেজা সভাপতিত্ত্বে ও এ্যাড. জসিম উদ্দিনের পরিচালনায় বক্তব্য দেন আবু ইউসুফ সবুজ উপ-কমিশার,-ব্যাংকার মহসিন মিয়া, প্রবাসী শাহিন,দবাশিস, সফিকুল ইসলাম, ইন্দ্রনাথ, সাদেক আলী, রনি, শাহানারা, মুন্নি, রাবেয়া আক্তার ডলি,আবুল কালাম আজাদ মুকুল, আফরোজা আক্তার জুনু, গাজী আলমগীর হোসেন, জহিরুল হক, আহসান হাবিব, মিলন খান, আব্দুল মান্নান সাগর প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জীবন চলার পথে প্রত্যেকের জীবনে বন্ধু নামের বিশ্বাসী ও মজবুত একটি সম্পর্কের সৃষ্টি হয়ে যায়। যে সম্পর্ক কখনো লাভ অথবা ক্ষতির ভাবনায় গড়ে ওঠে না। কিছু মুহূর্ত আমাদের সামনে হাজির হয়ে যায়, যেখানে বন্ধুর গুরুত্ব অপরিসীম। যার কাছে মনের সব লুকানো কথা আস্থা ও বিশ্বাসের সঙ্গে খুলে বলা যায়। সহযোগিতার হাত বাড়িয়ে টেনে তোলা হয় বিপৎসীমা থেকে নিরাপদ স্থানে।
তারা আরো বলেন, বন্ধু হতে পারে যে কেউ। বন্ধুত্বের কোনো বয়স নেই। পারিপার্শ্বিক অবস্থা, সততা, সহমর্মিতা, সহযোগিতা, সমবেদনা, মনের অনুভূতি প্রকাশ, ভয়কে জয় করায় নির্ভরশীল সঙ্গী হলো বন্ধু। বন্ধুত্বের স্থায়িত্ব নির্ভরশীল সৎ ও মননশীল চিন্তার ওপর। যার বন্ধু আছে সে কখনো গরিব নয়। কথাটির বিপরীতে যুক্তি দাঁড় করানো বিন্দু সুযোগ নেয়।
সাদা মনের সৎ বন্ধু কখনো নিজ স্বার্থের ঝুলির দিকে তাকায় না। অনেক সময় পরস্পরের প্রতি ভুল–বোঝাবুঝিতে অটুট বন্ধুত্বে ফাটল ধরার দুঃসময় সামনে এসে দাঁড়ায়। সেই মুহূর্তে সমসাময়িক খোলামেলা আলোচনা সাপেক্ষে বন্ধুত্বের সুন্দর সম্পর্কে টিকিয়ে রাখা সম্ভব হয়।