চয়ন ঘোষঃ চাঁদপুরের মতলব দক্ষিণে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলতেননেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
গত ৮ আগস্ট সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডঃ নূরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেনু দাস, সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অতঃপর উপজেলা পরিষদ মিলনায়তনে কেককাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেনু দাসের সভাপতিত্বে ও বিআরডিবির চেয়ারম্যান মোহাম্মদ মোফাজ্জল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডঃ নূরুল আমিন রুহুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন, সহকারী কমিশনার (ভূমি) তাসমিন আক্তার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনিন আফরোজ সহ বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা।