চয়ন ঘোষঃ চাঁদপুরের মতলব দক্ষিণে উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত ভূমি সেবা ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
১১ টায় সোমবার সকাল ১০ টায় বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাটির বন্ধন মিলনায়তনে এসে সমাপ্ত হয়। অতঃপর উপরোক্ত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা তাসনিম আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, উপজেলা সার্ভেয়ার আব্দুর রহিম, ইউনিয়ন ভূমি সরকারী কর্মকর্তা মোহাম্মদ লতিফ শেখ, পৌর ভূমি কর্মকর্তা মো: হাবিবুল্লাহ পাটোয়ারী, নায়েরগাঁও ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
এ সময় সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসস বলেন, ভূমি সেবাকে আধুনিক স্মার্ট সেবার আওতায় নিয়ে আসতে ইউনিয়ন ভূমি অফিসেরর প্রতি নির্দেশ প্রদান করেন । এতে নাগরিকরা ঘরে বসেই স্মার্ট সেবা পাবেন, ঘরে বসেই খারিজের জন্য আবেদন করতে পারবেন। টেবিলে টেবিলে ঘুরে হয়রানির স্বীকার হতে হবে না।
পাশাপাশি তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে আরও বলেন, কোন গ্রাহকই যেন অফিসারের দ্বারে দ্বারে ঘুরতে না হয় এদিকে বিশেষ নজর রাখতে হবে।