চয়ন ঘোষঃ সারাদেশের মতো চাঁদপুরের মতলব দক্ষিণেও মুজিব সিনেমা প্রদর্শিত হলো। সবাইকে সাথে নিয়ে এ সিনেমা দেখে আবেগ আপ্লুত হয়ে পড়লেন এম ইসফাক আহসান। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী।
৪ নভেম্বর শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘মুজিব একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি দেখার পর ইসফাক আহসানকে আবেগ আপ্লুত হতে দেখা যায়।
এ বিষয়ে তিনি বলেন, আমি মতলব দক্ষিণ ও উত্তর উপজেলা পরিষদে ‘মুজিব একটি জাতির রূপকার’ সিনেমাটি প্রদর্শনের ব্যবস্থা করে নিজেও আনন্দিত। তবে সিনেমাটি দেখে সেই ভয়াবহতা আবারো মনে হলো চোখের সামনে ঘটছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে পৌরসভাস্থ সকল ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে চলচ্চিত্রটি সকলের উদ্দেশ্যে প্রদর্শনের ব্যবস্থা করতে পারি।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম,বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা, উপাদী দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, পৌরসভাস্থ ৩নং ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, ৭নং ওয়ার্ডের কাউন্সির পিন্টু সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।