চয়ন ঘোষঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক গৃহবধূকে সিএনজিতে অজ্ঞান করে তাঁর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার পর স্থানীয় জনতার হাতে ধরা পড়ে গণধোলাই শিকার হন তিনজন। এরা হলেন মাহবুব আলম (৩৩), মো. শাকিল হাওলাদার (২৩) ও মো. ইসমাইল হোসেন নামের তিন ব্যক্তি। পরে তাদের পুলিশের হাতে তুলে দেন স্থানীয় লোকজন।
গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটায় উপজেলার নারায়ণপুরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মাহবুবের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শরিফপুর গ্রামে। শাকিল ও ইসমাইলের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়।
জানা যায়, বৃহস্পতিবার বিকেল তিনটায় উপজেলার কালিয়াইশ গ্রামের গৃহবধূ মাহমুদা বেগম (৩০) বাড়ি থেকে অটোকিশায় নারায়ণপুর বাজারে আসছিলেন। গাড়িটিতে যাত্রীবেশে অজ্ঞানপার্টির ওই তিনজনও ছিলেন। তাঁরা গৃহবধূটির নাকে একটি টাকার নোট ধরলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এই ফাঁকে তারা গৃহবধূটির গলা থেকে একটি স্বর্ণের চেইন ও দুটি কানের দুল ছিনিয়ে নেন। নারায়ণপুর বাজারে সিএনজিটি পৌঁছালে ওই গৃহবধূর জ্ঞান ফিরে আসে।
তিনি সঙ্গে থাকা স্বর্ণালংকার দেখতে না পেয়ে সেখানে চিৎকার শুরু করেন। এ সময় ওই তিনজন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয় লোকজন তাদের সেখানে ধরে গণধোলাই দিয়ে ছিনতাইকারীদের। বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে ওই তিনজনকে আটক করে এবং তাদের সঙ্গে থাকা অনটেষ্ট সিএনজিটি জব্দ করে থানায় নিয়ে আসে।
মতলব দক্ষিণ থানার এসআই হাবিবুর রহমান বলেন, অজ্ঞান পার্টির তিন সদস্যের বিরুদ্ধে থানায় ছিনতাইয়ের মামলা হয়েছে। মামলাটির বাদী গৃহবধূ মাহমুদা বেগম। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি । আটক তিনজনকে ছিনতাইয়ের মামলায় আদালতে প্রেরন করা হবে।