... বিস্তারিত
মতলবে সড়ক দূর্ঘটনায় আহত ৩
চয়ন ঘোষঃ চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলাস্থ ধনারপাড় বাজার সংলগ্ন প্রধান সড়কে আজ ১২ ডিসেম্বর রাত ১০টায় মোটরসাইকেল ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে, এতে গুরুতর আহত ৩ জন, আহতদের উদ্ধার করেন মতলব দক্ষিণ ফায়ার স্টেশন।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান নূরের নির্দেশক্রমে উদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন স্টেশনের সাব অফিসার মোঃ আলী।
জানা যায় যে, ধনারপাড় বাজারস্থ এলাকার প্রধান সড়কে মোটরসাইকেলের গতি বেশি থাকায় মোটরসাইকেল আরোহী দুজনের সাথে, সাইকেল আরোহীর মারাত্মক ভাবে সংঘর্ষ ঘটে। মোটরসাইকেল আরোহী দু’জন ব্যাক্তির মধ্যে একজনের নাম- নাহিদ(২৫), পিতা- আব্দুর সেলিম, গ্রাম-ঘোষপাড়া, অন্যজনের নাম- রিফাত(২৬) পিতা- নূরুল ইসলাম, গ্রাম- নবকলস।
সাইকেল আরোহী ব্যক্তির নাম- মোঃ আনোয়ার হোসেন (৫০), পিতা- ফজলুর রহমান, গ্রাম-দক্ষিণ আঁধারা।
মতলব ফায়ার স্টেশনের সহযোগিতায় তাদের স্থানীয় হাসপাতালে আনা হয়। পরে তাদের স্বাভাবিক অবস্থার গুরুতর হওয়ায়,
উন্নত চিকিৎসার জন্য সকলকে চাঁদপুর সদরে প্রেরণ করা হয়েছে।
উদ্ধার কার্যক্রমে এসময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার আতাউর রহমান, ফায়ারম্যান- মোঃহাবিবুর রহমান, মোঃ আল আমিন,জনাব ক্ষিতীশ সরকার, ফরহাদ আলী, সুমন ইসলাম, নাঈম তালুকদার, ইমরান হোসাইন, ড্রাইভার আসলাম হোছেনসহ পথচারী বেশ কয়েকজন।
চয়ন ঘোষ, মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি।
মোবাইল-01676090709