... বিস্তারিত
মতলবে ৪ঠা জানুয়ারি গিরিধারী জিউ মন্দিরে বংকু বিহারীর শ্রাদ্ধানুষ্ঠান
অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুরের মতলব দক্ষিণে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গঁ গার্ন্ধবিকা গিরিধারী জিউ মন্দিরে ৪ঠা জানুয়ারি সোমবার শ্রীপাদ বংকু বিহারী দাসাধিকারীর শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বংকু বিহারী ছিলেন গিরিধারী জিউ মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রীমৎ চক্র পানি ভক্তি শাস্ত্রী গুরু মহারাজের হরিনাম দীহ্মা কৃপা প্রাপ্ত এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ (ইসকন) এর অন্যতম আচার্য্য শ্রীল শ্রীপাদ জয় পতাকা স্বামী গুরু মহারাজের ভাগবতীয় দীহ্মা কৃপা প্রাপ্ত ভক্ত। যিনি ২০২০ সালের ২৩শে ডিসেম্বর বুধবার (অনরুদ্ধ) গৌর দশমী তিথিতে রাত ১২ টায় পরলোক গমন করেন।
এ ব্যপারে শ্রীপাদ করুনা নীধি নিত্যানন্দ দাসাধিকারী, শ্রীমতি সুন্দরী হরি প্রিয়া দেব দাসী, শ্রীমতি কৃষ্ণা জয়ন্তী দেবি দাসী, শ্রীমতি বিষ্ণু প্রিয়া দেবি দাসী,শ্রীমতি শ্যামা দেবি দাসী ‘হিলশা নিউজ’-কে জানান, সোমবার শ্রী শ্রী গুরু গৌরাঙ্গঁ গার্ন্ধবিকা গিরিধারী জিউ মন্দিরে শ্রী কৃষ্ণ প্রীর্তাথে বৈষ্ণবীয় শ্রাদ্ধ (বিরহ বিজয় ও তিথি পূজা) উৎসব পালন করবো। এই বিরহ বিজয় ও তিথি পূজা উৎসবে অংশ গ্রহণ করে বৈদিক শ্রাদ্ধ,ভাগবতী যজ্ঞ,গ্রন্থ পারায়ন,হরিনাম সংকীর্তন,বৈষ্ণব দর্শণ এবং প্রসাদ গ্রহণ করতে সকল সনাতনীদের প্রতি অনুরোধ রইলো।
এদিকে জানা যায়, এই শ্রদ্ধানুষ্ঠানে পৌরহিত্য করিবেন নরসিংদীর শ্রী শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা মন্দিরের অধ্যহ্ম শ্রীপাদ প্রহলাদ কৃষ্ণ দাসাধিকারী।আর সার্বিক ব্যবস্হাপনায় থাকবে মেহারনের শ্রী শ্রী গুরু গৌরাঙ্গঁ গার্ন্ধবিকা গিরিধারী জিউ মন্দির এবং শ্রী শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা মন্দিরের সেবকগণ।