সুমন আহমেদ :পুলিশই জনতা, জনতাই পুলিশ। এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুুলিশ বাহিনীর অর্জন এখন সুনাম বেড়ে চলছে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল সাধারণ মানুষের বিপদে পাশে থেকে সহায়তা করে থাকেন।তিনি একদিকে অফিসার ইনচার্জ অন্য দিকে মানবিক। হটাৎ শোনা যাচ্ছে এই অফিসারের বদলির খবর। এখবর শোনে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ প্রকাশ করছে। তারা বলছে ওসি শাহজাহান কামাল একজন সৎ, ন্যায়পরান ও মানবিক ওসি। তার বদলির খবর শোনে আমরা মর্মাহত।
জানা যায়, কর্মক্ষেত্রে কাজের গতিশীলতা, সফলতা ও মানবতা সবকিছুতেই দক্ষ তিনি। নাগরিক সেবা ও জন-নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত তার নির্দেশে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে তার অধিনস্থ পুলিশ সদস্যরা। চুরি, ছিনতাই, ডাকাতি কিংবা অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকেরই অনেক কিছু হারিয়ে ফেলেন। অনেকের মোবাইলও ফোন চুরি হয়। থানায় জিডি করার পর চুরি হওয়ার মোবাইল কিছু দিন পর তিনি নিজেই উদ্ধার করে মালিকের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছেন এমন নজীরও রয়েছে। উপজেলার সুগন্ধী গ্রামের আহম্মদ উল্লাহ বলেন, তিনি একজন মানবিক অফিসার, নিষ্ঠাবান ও অসাধারণ ভালো মানুষ এই পুলিশ কর্মকর্তা। আমরা এতো তাড়াতাড়ি এই মহৎ অফিসারের বিদায় দিতে পাড়ি না। আমরা চাই তিনি থাকুক আরো কিছুকাল আমাদের মাঝে।
এখলাছপুরের সজিব বলেন, তিনি মতলব উত্তরবাসী তথা পুরো বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট-এর কাছে একজন মানবিক এবং চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত।তিনি পুলিশ বাহিনীর গর্ব। এছাড়াও তিনি দিন-রাত পরিশ্রম করে বিপদগ্রস্থ মানুষকে সেবা প্রদান করা সহ অপরাধ দমনে অসীম সাহসী ভূমিকা অব্যাহত রেখেছে। এর পূর্বে অত্র জেলার কচুয়া থানার ওসি তদন্ত হিসেবে হিসেবে খুব সুনামের সহিতে দায়িত্ব পালন করেছিলেন। তিনি এলাকার সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা। উন্নতশীল ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে সবার আগে দরকার অপরাধ প্রবণতামুক্ত একটি সুন্দর সমাজ। সেই সুন্দর সমাজ গড়তে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন।
বাগানবাড়ির নাদিম বলেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ পদে মোহাম্মদ শাহজাহান কামাল যোগদানের পর থেকে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার পাশা-পাশি বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন।
অপরাধীকে কৌশলে অন্ধকার জগত থেকে ফিরিয়ে আনতে বেশ ভালোই জানেন চৌকশ পুলিশ কর্মকর্তা।
আজ পর্যন্ত একটা লোকও বিনাদোষে গ্রেপ্তার হয়নি। নির্দোষ কাউকে ফাঁসােনি।দোষী ব্যক্তি ক্ষমতার প্রভাব দেখিয়ে পার পায়নি। কোন মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীর কাছ থেকে মাশোয়ারা নেননি। কোন প্রভাবশালী ব্যক্তি পুুলিশকে ব্যবহার করতে পারেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান, সাধারণ মানুষকে লাঞ্চিত করে পার পায়নি কেউ, আর এই সফলতার মূল নায়ক পুলিশের সুপার হিরো খ্যাত মোহাম্মদ শাহজাহান কামাল। পুলিশের রুটিন ওয়ার্কের বাইরেও সাহসী পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কামাল দিন-রাত কাজ করে যাচ্ছেন দেশ এবং জাতির কল্যাণের জন্য। তিনি একজন সৎ, নিঃস্বার্থ, নির্লোভ, সহজ-সরল, মানবিক পরিচ্ছন্ন ও রুচিশীল ডায়ানামিক অফিসার। মতলব উত্তরবাসীর সত্যিই নজর কেড়েছেন, স্থাপন করেছেন অনন্য উদাহরণ।এ বিষয়ে ওসি মোহাম্মদ শাহজাহান কামাল বলেন, এই চাকরিতে বদলি হওয়াটা স্বাভাবিক।