... বিস্তারিত
মতলব উত্তরের গজরা ইউনিয়নে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
মমিনুল ইসলামঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের আমুয়াকান্দি দেওয়ান বাড়ীতে শনিবার (২ জানুয়ারি) গজরা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মফিজুল ইসলাম দেওয়ানের অর্থায়নে গরীব, দুস্থ ও শীতার্ত ৫ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয় ৷
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কম্বল বিতরণ করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল ৷
গজরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামিলীগের সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদিন দেওয়ানের সভাপতিত্বে ও গজরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার ওয়াদুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন-মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ( ওসি) নাছির উদ্দিন মৃধা, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি শহীদ উল্লাহ মাস্টার,মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির , ফতেপুর পচ্শিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ প্রমুখ।