সুমন আহমেদঃ চাঁদপুরের মতলব উত্তরে পূর্ব শত্রুতার জেরে জমির শতাধিক ফলজ গাছের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (১৮) জুন ভোর রাতে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের গোপালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে গোপালকান্দি গ্রামের আব্দুর জব্বার বলেন, আমার বাবা মসজিদের জন্য ৪ শতাংশ জমি দান করে। কিন্তু কিছু লোকজন অন্য জায়গায় মসজিদ নির্মান করে। সেটিও আমাদের জায়গা। বর্তমান মসজিদ কমিটির লোকজন বাথরুম নির্মাণ করে আমার ব্যক্তিগত জায়গায়। আমি বাথরুম সরানোর কথা বল্লে ১৭ জুন শুক্রবার আমার সাথে কিছু লোকজনদের সাথে কথা কাটাকাটি হয়। পরদিন ১৮ জুন সকালে ফজর নামাজ পরে আসার সময় দেখি আমার জমিতে থাকা কাঠাল গাছ, পেপে গাছ, আম গাছসহ কাঠ জাতীয় প্রায় শতাধিক গাছের চারা কেটে ফেলা হয়েছে।
তিনি আরো বলেন, রাতের আধারে কে বা কারা এই কাজ করেছে তা জানিনা। তবে আমার সাথে যাদের কথা কাটাকাটি হয়েছে তারাই এ কাজ করতে পারে।
আমি এই ধরনের অপকর্মের সাথে জড়িতদের উপযুক্ত বিচার চাই।
এ বিষয়ে প্রতিপক্ষের কেউই কোন বক্তব্য দেয়নি। তবে মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন বলেন, আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে আমরা অবশ্যই ব্যবস্থা নিবো।