সুমন আহমেদ : আগামী ১৫ জুন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে উপজেলা নির্বাচন অফিস।
মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেন জানান, আগামী ১৫ জুন জহিরাবাদ ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মোহাম্মদ রিপন হোসেন আরও বলেন, ইতিমধ্যে নির্বাচনের আদেশ হাতে পেয়েছি। নির্বাচনের সব প্রস্তুতি আসার পর বাকি প্রস্তুতি সম্পন্ন করব।