সুমন আহমেদ : চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুরে পর্যটন কেন্দ্রের মেঘনা নদীতে গোসল করতে নেমে শাহরিয়ার ইশতিয়াক সামস(১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত শাহরিয়ার কুষ্টিয়া জেলার চরহাট গ্রামের জিয়াদুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে মোহনপুর পর্যটন কেন্দ্রের সাথেই এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, একইভাবে এদিন নিখোঁজ রয়েছে সুষ্মিত সাহা (১৪) নামের আরেক শিক্ষার্থী। তারা উভয়েই নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণিতে অধ্যয়নরত। ঘটনার পর থেকেই চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস ইউনিটের ডুবুরি দল মোহনপুর পর্যটন কেন্দ্রে পৌঁছে উদ্ধার অভিযানের কাজ করছে।
এ বিষয়ে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল কাইয়ুম জানান, সকালে নারায়ণগঞ্জ থেকে প্রিন্স কামাল-১ লঞ্চে করে মোহনপুর পর্যটন কেন্দ্রে শিক্ষা সফরে আসে নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। লঞ্চ থেকে নামার পরপরেই দশম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা দৌড়ে নদীতে গোসল করতে নামে। দুপুরে হঠাৎ করেই হাবুডুবু খাওয়া অবস্থায় শামসকে উদ্ধার করে সহপাঠীরা। মুমূর্ষু অবস্থায় তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তখন মৃত ঘোষণা করে। একই সময় গোসল করতে নেমে সুষ্মিত সাহা অপর এক শিক্ষার্থীও নিখোঁজ রয়েছে।