সুমন আহমেদঃ চাঁদপুরের মতলব উত্তরে একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে এ দোকান মালিকের প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে।
জানা যায়, গতকাল রাতে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের সাদুল্লাপুর মোড়ে নুরুল আমিন নুরুর ফার্নিচার দোকানে রাত ১টার দিকে আগুন লাগে। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো দোকানে ছড়িয়ে পরে।
এসময় ডাক-চিৎকার দিলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি কারনে আগুনের সূত্রপাত তা সঠিকভাবে জানা না গেলেও বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করা হয়েছে।
এ বিষয়ে ফার্নিচার মালিক নুরুল আমিন নুরু জানান, প্রতিদিনের মতো আজোও রাত ১০ টার সময় দোকান বন্ধ করে বাসায় চলে যাই। রাতে টহল পুলিশ আগুন দেখতে পেয়ে পাশের দোকানদার সাইফুলকে জানান, সাইফুল ফোন করে আমাকে রাত ১ টার দিকে জানায়।
পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর আগেই আমার দোকানে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।