মতলব উত্তর প্রতিনিধিঃ অপহরন ও ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী মো. ফয়সালকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ।
১৪ জুন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে ও তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত এসআই মো. রমিজ উদ্দিন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় ভাটি রসুলপুরের মোঃ বিল্লাল হোসেনের ছেলে মো. ফয়সাল (১৯) গ্রেপ্তার করা হয়।
এসআই মো. রমিজ উদ্দিন জানান, থানা এলাকায় অভিযান পরিচালনা করে মতলব উত্তর থানার মামলা নং-১৮, তারিখ-১৪/০৬/২০২৩ইং, ধারা-৭/৯(১)/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর আসামী মোঃ ফয়সাল গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।