সজল চন্দ্র দাসঃ
চাঁদপুরের মতলব উত্তরে এক গৃহবধুর উপর জায়গা সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জেড় ধরে অমানিক হামলা করে দূস্কৃতিকারীরা। বর্তমানে ওই গৃহবধু কুলছুম বেগম (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গত ৩১ অক্টোবর উপজেলার আদুরভিটি গ্রামে এ ঘটনা ঘটলে ওই গৃহবধুর পিতা হাজী মো. মোসলেম কাজী বাদী হয়ে মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৭/২৩৬।
এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার দিন ওই বাড়িতে এলাকার মানুষ আসে জায়গা জমি সংক্রান্ত বিষয়ে জরিপ করতে। ওই সময় প্রতিপক্ষ বাদশা ঢালীর ছেলে রাসেদ ঢালী (৩৫), বাদশা ঢালী (৫০), বাদশা ঢালীর স্ত্রী মনোয়ারা বেগম (৪৫) ও মেয়ে রাশিবা আক্তার (২২) প্রতিবেশী শাহজালাল লস্করের স্ত্রী কুলছুম বেগমের উপর অতর্কিত হামলা দেয়। তাকে কুপিয়ে ও রড দিয়ে বেধর মারপিট করে তার মাথায়, কোমরে ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে। শুধু তাই নয় তাকে মাথার চুল ধরে টানা হেজড়া করে ও পোষাক ছিঁড়ে শ্লীলতাহানী ঘটায়। তার গলায় থাকা ৬০ হাজার টাকা মূল্যে একটি স্বর্নের চেইন নিয়ে যায় হামলাকারীরা। তাকে এবং তার সন্তানদেরকে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি প্রকাশ্যে হুমকি দেয়। পরে আহত কুলছুম বেগমকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কুলছুম বেগম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে জানান তার পিতা।
বাদী হাজী মো. মোছলেম কাজী বলেন, আমার মেয়েকে তারা প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করে। আমার মেয়ের জামাই বাড়িতে না থাকায় আমি মামলা করেছি। কুলছুমকে ও তার পরিবারের সবাইকে মেরে ফেলবে বলেও প্রকাশ্যে হুমকি দিয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবী করছি।
মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
