মমিনুল ইসলামঃ চাঁদপুরের মতলব উত্তরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের ২ গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন।
১৭ জুন শনিবার বিকাল সাড়ে ৪টায় বাহাদুর পুরে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোবারক হোসেন বাবু (৪৮)।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামীলীগের ২টি পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ২ গ্রুপ হচ্ছে কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মায়া গ্রুপ এবং অপর পক্ষ মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজান গ্রুপ। যদিও ঘটনাস্থলে পুলিশ আসায় এখন পরিস্থিতি থমথমে অবস্থায় রয়েছে।
এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন বলেন, হাসপাতালে নেয়া হলে এক যুবক নিহত হয়। অপর একজন আহতের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।