মমিনুল ইসলাম: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃষক লীগের উদ্যোগে ‘কৃষক সমাবেশ’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ মার্চ) বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুকের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক আলী আরশাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান,
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদ উল্লাহ প্রধান, কেন্দ্রীয় কৃষক লীগের সহ স্থানীয় বিষয়ক সম্পাদক সামিউল বাছির বিন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, চাঁদপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
সমাবেশে সকল ইউনিয়ন কৃষক লীগ ও উপজেলা কৃষক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।