... বিস্তারিত
মতলব উত্তরে গজরা ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ সভা
মমিনুল ইসলামঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে গজরা বাজারে শিল্পকলা একাডেমি মিলনায়তনে গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সানাউল্লাহ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।
প্রধান অতিথির বক্তব্যে এম এ কুদ্দুস বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর দক্ষতার কারণে দেশের মানুষ উন্নয়নের সুফল ভোগ করে উপকৃত হচ্ছেন।
তিনি বলেন, যাঁরা নিঃস্বার্থে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করে এদেশ স্বাধীন করেছেন, তাঁরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদেরকে আমরা আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবো।তিনি স্বাধীনাতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর আহবান জানান।
গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুজ্জামান সরকার (ওয়াদুদ) এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল্লা প্রধান গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হানিফ দর্জি। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, কবির হোসেন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ক্রিড়া বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন প্রধান, সদস্য রাদেশাম শাহা চান্দু বাবু, কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ব্যাবসায়ী মোঃ মফিজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন মিয়া মানিক, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল সরকার, আবু হানিফ অভি প্রমুখ।