সুমন আহমেদ : মতলব উত্তর উপজেলার জাতীয় সমাজ কল্যান পরিষদের অর্থয়ানে নদী ভাঙ্গনে ভিটা-মাটিহীন ক্ষতিগ্রস্থ দুটি পরিবারকে দুটি গৃহ প্রদান, অসহায় দু:স্থ্য ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ডেউটিন ও ভিক্ষুকদের ভিক্ষাবন্ধে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
১৬ এপ্রিল রবিবার দুপুরে মতলব উত্তর উপজেলা অডিটোরিয়াম এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. নুরুল আমিন রুহুল এমপি।
বিশেষ অতিথির বক্তব্যে দেন-অফিসার ইনচার্জ (তদন্ত) সানোয়ার হোসেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন সরকার, ফরাজিকান্দি ইউপির চেয়ারম্যান ইন্জিনিয়ার রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব।
মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ছেংগারচর পৌরসভার প্রশাসক আল ইমরানের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম প্রমুখ।
উল্লেখ্য, সমাজ কল্যান মন্ত্রনালয় থেকে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত্য দুটি পরিবারকে দুটি গৃহ প্রদান, ভিক্ষাবন্ধে সহায়ক ৮টি পরিবারকে ১ টি করে গরু, ৩ টি পরিবারকে ব্যবসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় থেকে দুটি অসহায় দু:স্থ্য ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ডেউটিন বিতরন করা হয়েছে।