মমিনুল ইসলাম: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গোল্ডেন সান স্কুল অ্যান্ড কলেজের প্লে থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোল্ডেন সান স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সুস্থ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে।
ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাখোয়াত হোসেন। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা দায়িত্বে ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহিনুর আক্তার। নির্বাচনে প্লে থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ছাত্র ছাত্রীরা ভোট দেন।
তাহিয়া তাবাচ্ছুম (কম্পিউটার) মার্কা নিয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মিঞা নাসফিয়ান জান্নাত (বই) মার্কা। জিএস পদে হিমেল সরকার (কলম) মার্কায় নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইশরাত জাহান প্রীতি (দেওয়াল ঘড়ি) মার্কা। সাধারণ সদস্য পুরুষ পদে তারিকুল ইসলাম (চশমা) মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়সাল আহাম্মেদ সানি (বেবি চেয়ার) মার্কা।
সংরক্ষিত মহিলা সদস্য পদে ইসরাত আহাম্মেদ রাফিয়া (ঝুরি) মার্কায় নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈশা (রিমোট) মার্কা।
নির্বাচনের দায়িত্ব পালন করেন গোল্ডেন সান স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক আম্মাতুল হাবিবা সুলতানা, আকলিমা আক্তার আখিঁ, মিলি আক্তার, ইভা আক্তার।