... বিস্তারিত
মতলব উত্তরে চাঁদাবাজি করতে গিয়ে ২ ভুয়া সাংবাদিক আটক
মতলব উত্তর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরে চাঁদাবাজি করতে গিয়ে জনতার রোষানলে পরে ২ কথিত ভুয়া সাংবাদিক। গনধোলাই শেষে পুলিশে সোপর্দ করে জনতা। ঘটনাটি উপজেলাধীন ফরাজীকান্দি ইউনিয়নের সরদারকান্দি গ্রামে।
আটককৃতরা হল উত্তর সরদারকান্দি গ্রামের মৃত মুকবিল প্রধানের ছেলে মোক্তার হোসেন (৩০), ও একই গ্রামের জাকির বেপারির ছেলে আজিজুল (২৬)। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার রাতে সরদারকান্দি গ্রামের আইয়ুব আলীর ছেলে লিটন (৩৮) প্রতিদিনের ন্যায় ইয়াবা সেবন করছেন। এমতাবস্থায় উপরোক্ত ২ কথিত সাংবাদিক তা ভিডিও ধারণ করে। শেষে ১লাখ টাকা দাবী করে, টাকা দিতে স্বীকৃতি করায় কথিত সাংবাদিকরা তাকে বেদম মারধর করে। একই সঙ্গে ভয়ভীতিও দেখায়। সমস্ত ঘর তছনছ করে টাকা খুজতে থাকে কথিতরা। ঘরে কিছু ইয়াবা ও গাজা পায়। লিটনকে তাদেও কাছ থেকে বাঁচানের জন্য তাৎক্ষণিক প্রতিবেশী নুরুলের মাধ্যমে ৬হাজার টাকা দেয় ময়না বেগম (৩০)। পরে কথিত সাংবাদিকরা নগদ টাকা ও ইয়াবা নিয়ে এলাকা ত্যাগ করে।
ঘটনাটি সামন্য সময়ের মধ্যে এলাকা জানাজানি হলে মুহুর্তে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পরে। সোমবার সকালে ওই কথিত সাংবাদিকরা পুনরায় এলাকায় আসলে সাধারণ জনতা তাদের গিরে ফেলে সামন্য উত্তম মাধ্যম দিয়ে মতলব উত্তর থানাকে খবর দেয়। মতলব উত্তর থানার এসআই মনির সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। মতলব উত্তর থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে মতলব উত্তর থানার এসআই মনির বলেন, আটককৃতরা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়েছেন। তাদের ব্যাপারে মারাত্মক অভিযোগ রয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগীদের পক্ষ থেকে একটি চাঁদাবাজি মামলার প্রস্তুতি চলছে।’
এদিকে অভিযোগ রয়েছে, বেশকিছুদিন ধরে বিভিন্ন স্থানে তারা উপজেলার বিভিন্ন ঠিকাদার, ইউনিয়ন ভ‚মি অফিস, লঞ্চ মালিকদের কাছ থেকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবী করে আসছিলো।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা বলেন, ঘটনাটি জানার পর তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। তাদের আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।